ASTHMA (অ্যাজমা/হাঁপানি) কি?

Feb 24, 2025
Health Tips
ASTHMA (অ্যাজমা/হাঁপানি) কি?
ASTHMA হচ্ছে শ্বাসনালী:- বায়ু প্রবাহে বাধাজনিত প্রদাহ (রোগ) যা চিকিৎসার ফলে সম্পূর্ণ পূর্বের অবস্থায় ফিরে আসে।
কাদের হয়:-
০১। যে কোন বয়সে হতে পারে।
০২। বংশগতির কারনে হতে পারে।
০৩। Allergy এর কারনে হতে পারে।
০৪। Smoking এর কারনে হতে পারে।
০৫। শ্বাসনালীতে infection হলে হতে পারে।
উপসর্গ
১। Breathlessness (শ্বাসকষ্ট)
২। Cough (কাশি) প্রধানত শুকনো কাশি
৩। Wheeze বুকে বাঁশির মত শব্দ হবে।
৪। Chest tightness বুকে চাপদিয়ে ধরবে।
৫। অনেকের শুধু cough থাকে যাকে Variant asthma বলে।
করনীয়ঃ
উপসর্গ দেখা দিলে
চিকিৎসক এর পরামর্শ নিন।
All categories
Flash Sale
Todays Deal