Chronic obstructive pulmonary disease (COPD)
COPD হচ্ছে শ্বাসনালীতে বায়ুপ্রাবাহ বাধা জনিত প্রদাহ যা চিকিৎসার ফলে সমপূর্ন সম্পূর্ণ পূর্বের অবস্থায় ফিরে আসেনা।
COPD ২ ধরনের
:
• Chronic bronchitis (ক্রনিক ব্রংকাইটিস)
• Emphysema (এমফাইসেমা)
১। Chronic bronchitis (ক্রনিক ব্রংকাইটিস কাদের হয়)
* যারা Smoking করে
* যাদের বয়স 40 বছরের উপরে।
ক্লিনিকাল বৈশিষ্ট্য
: সিম্পলম হিসাবে পরপর ২বছর টানা ৩ মাসের বেশি এই লক্ষন থাকলে তাকে
Chronic Bronchitis বলে।
* Cough with sputum /কাসের সাথে শ্লেষা বের হবে।
* Infection হলে sputum thick, এবং গোলা হবে।
* Breathlessness. wheeze এবং
Chest tightness থাকতে পারে।
২। Emphysema (এসপ এমফাইসেমা) কাদের হয়
* বাচ্চাদের বংশগতির কারনে।
* বড়দের হয় যারা
smoking করে।
লক্ষণ :
* Exerctional dyspnoea / এক্সারশোনাল ডিজনিয়া কোন ভারী কাজ করা, হাটা চলা
অথবা দৌড়ানোর সময় শ্বাস কষ্ট হবে।
* Wheeze এবং
Breathlessness কম পাওয়া যায়।
* Cough থাকতে ও পারে আবার নাও থাকতে পারে।
উপরের উপসর্গ দেখা দিলে চিকিৎসক এর পরামর্শ নিন ।